আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || দ্বিতীয় দফায় শনিবার ফের রাজ্যে এলো বায়ু সেনার বিশেষ মেডিক্যাল কার্গো বিমান। এদিন রাত ১০টা নাগাদ বায়ু সেনার বিশেষ মেডিক্যাল কার্গো বিমানে করে ১০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর গৌহাটি থেকে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে এসে পৌছায়।
শনিবার রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্ত রাজধানী আগরতলাতে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৩৫৯ জন। এদিন করোনায় মৃত্যু হয় ১ জনের।
জানা যায়, আগরতলা পুর নিগমের ৬টি ওয়ার্ডকে সনাক্ত করা হয়েছে কন্টেনমেন্ট এলাকা হিসেবে।