মহামারী থেকে রক্ষা পেতে নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করা হচ্ছে সচেতনতামূলক পোস্টারিং

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মে || মহামারীর দ্বিতীয় ঢেউ রাজ্যে আছরে পড়তেই সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই করোনা মহামারীকে প্রতিহত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উদ্যোগেও সচেতন করা হচ্ছে জনগণকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক সংগঠন রাজ্যবাসীকে সচেতন করার কাজে হাত লাগিয়েছে।
তারই অঙ্গ হিসেবে শনিবার তেলিয়ামুড়া নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সরকারী কার্যালয়, জনবহুল স্থান, হাট-বাজার গুলোতে করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিভিন্ন সচেতনতামূলক পোস্টারিং করেন। সংস্থার কর্মকর্তারা জানান, করোনা মহামারী থেকে রক্ষা পেতে সর্বপ্রথম প্রয়োজন সচেতনতা। মানুষ সচেতন হলেই এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাই মানুষকে সচেতন করতে সংস্থার পক্ষে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সর্বত্র করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাবেন বলেও জানান। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি চিরঞ্জিত দেব সহ অন্যান্য সদস্যরা। নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির এই ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তেলিয়ামুড়াবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*