সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মে || আঠারোমুড়া পাহাড়ে দীর্ঘ কয়েক দিন ধরে জাতীয় সড়ক চার লাইনের সংস্কারের কাজ চলছে। তার জন্য জাতীয় সড়কের দুই পাশের পাহাড় গুলি কেটে চার লাইনের রাস্তা নির্মাণ কাজ চলছে দীর্ঘ কয়েক মাস যাবত। তার ফলে রবিবার বিকেলে এক পশলা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস নেমে পড়ে। ধস নামার ফলে ১৮ মুড়া পাহাড়ের ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৭ মাইল এলাকায়র মাটি শ্লিপার হওয়াতে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়। দুই দিক থেকেই শত শত ছোট-বড় দূরপাল্লার গাড়ি আটকে পড়ে। দীর্ঘ কয়েক ঘন্টা যাবত ছোট-বড় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে আরো জানা যায়, রাস্তা শ্লিপার হওয়ার ফলে অনেক অনেক গাড়ি মাঝপথে আটকে রয়েছে। এদিকে যাত্রীর দুর্ভোগ চরমে উঠেছে বলে সংবাদে জানা যায়।