নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী ।। রাজ্যের জনগণকে সড়ক সুরক্ষার ক্ষেত্রে সচেতন করতে গত ১১ই জানুয়ারী থেকে শুরু হয়েছে সড়ক সুরক্ষা সপ্তাহ, শেষ হবে ১৭ই জানুয়ারী। সেই সড়ক সুরক্ষা সপ্তাহ শেষ হইবার আগের দিনও ঘটে গেল আরো এক সড়ক দুর্ঘটনা। শুক্রবার আনুমানিক সকাল ৯টা ৩০ মিঃ নাগাদ তেলিয়ামুড়া থানাধিন সেন্ট্রাল নার্সিং হোমের সন্মুখে একটি যাত্রিবাহি অটো এবং একটি ভেনের (TR01 M 0357) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সন্তোষ দেববর্মা (১৯) নামে একজন। গুরুতর আহত অবস্থায় আরও ৫ জনকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আনা হলে সুকাউতা দেববর্মা (১৬) নামে আরেকটি ছেলে প্রাণ হারায়, সুশীল কলই, পিনাকি দেববর্মা ও সন্তোষ দেববর্মা সহ মোট ৪ জন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।