বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকান্ড, বড়োসড়ো অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেলো শহর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মে || তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বড়োসড়ো অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল গোটা তেলিয়ামুড়া শহর। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন বিএসএনএল অফিস সংলগ্ন এক্সচেঞ্জ চৌমুনী এলাকায় সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ। আচমকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নি সংযোগ দেখে স্থানীয় জনগণ অগ্নিসংযোগের ঘটনার খবর তেলিয়ামুড়া দমকল কর্মীদের দিলে দমকলকর্মীরা কালবিলম্ব না করে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিন স্থানীয় জনগণ অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবৎ ধরে এই ট্রান্সফরমার দিয়ে তেল অনবরত বেরিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে ট্রান্সফরমারের বিষয়ে খবর জানিয়ে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে একটিবারের জন্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমারের সংস্কারের কাজে হাত দিচ্ছে না। এর ফলে সোমবার সন্ধ্যারাতে ট্রান্সফরমারে আগুন লাগায় অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা।স্থানীয়দের অভিমত বিদ্যুৎ দপ্তর যেন অতিসত্বর ট্রান্সফর্মার সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*