
সম্প্রতি লেখক হিসাবে অনুমোদনের পর আগরতলা বি বি এম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরিজিৎ দাস এখন পর্যন্ত WikiEducator-এ ৮০ পাতার ৭টি অধ্যায় অন্তর্ভুক্ত করেছেন। ডঃ দাস উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম যিনি WikiEducator থেকে স্বীকৃতি অর্জন করেন।
উল্লেখ্য, ২০২০-২০১২ সালে ডঃ দাসের পদ্ধতি এবং সূত্রগুলি ডিজিটাল লাইব্রেরিতে, ‘শিক্ষা সম্পদ তথ্য কেন্দ্র (ই আর আই সি)’, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের ১৯টি নিবন্ধ এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিস-এর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আকারে সূচিত করা হয়েছিল। ডঃ অরিজিৎ দাসের সূত্র ভিত্তিক শিক্ষামূলক সরঞ্জামগুলি ২০১৭ এবং ২০১৯ সালে নিউইয়র্কের বিখ্যাত সিটি কলেজ (সিসিএনওয়াই) তেও সূচিত করা হয়েছিল। তাছাড়া বুক চাপ্টারে ডঃ দাসের ৪টি বন্ধন ক্রমের জন্য এবং ৩টি চুম্বকীয় ধর্মের জন্য মোট ৭টি ফর্মুলা প্রকাশিত হয়েছিল।
WikiEducator-এ লেখক হিসাবে তাঁর অন্তর্ভুক্তি এবং ডঃ অরিজিৎ দাসের এই সাফল্যে এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সত্যদেও পোদ্দার, রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী এবং নিয়ন্ত্রক জ্যোতিপ্রসাদ দেববর্মা এক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।