আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ মে || সিপাহীজলা জেলার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত তেল কাজলা মেলাঘর গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এই নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, তেল কাজলা, বানিয়াছড়া, দশরথ বাড়ি, কলমক্ষেত এই চারটি পঞ্চায়েতের জনগণের সুবিধার জন্য বাম আমলে এই ঝুলন্ত সেতু তৈরি করা হয়। প্রতিনিয়ত এই সেতুটির উপর দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘ দেড় বছর ধরে ঝুলন্ত সেতুটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে।
এই সেতুটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টিলের পাত গুলো ক্ষয় হয়ে, বড় বড় ছিদ্রে পরিণিত হয়েছে। ছিদ্রগুলি এত বড় আকার ধারণ করেছে যার ফলে বাইক আরোহী এবং সাইকেল-আরোহীরা খুব বিপদজনক অবস্থায় এই সেতু দিয়ে যাতায়াত করেন।
এই ছিদ্র গুলির মধ্যে বাইকের চাকা এবং বাই সাইকেলের চাকা গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্থানীয় এলাকার জনগণ এই বিষয় নিয়ে বারবার প্রশাসনের নজরে আনলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। এমনটা অভিযোগ করলেন স্থানীয় এলাকার জনগণ।