বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ মে || নিজ ঘরেই আত্মাহত্যার পথ বেছে নিলো ১৭ বছরের এক নাবালক। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার বাইখোড়া চড়কবাই এলাকায় গোপাল বৈদ্যের বাসভবনে উনার ১৭ বছরের ছেলে শুভঙ্কর বৈদ্য আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা আনুমানিক ১টায় উনারা জানতে পারে উনাদের ছেলে নিজ ঘরে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনেরা জানান, শুভঙ্কর এদিন বন্ধুদের সঙ্গে উদয়পুর মাতার বাড়ীতে যেতে চেয়েছিলো। করোনা মহামারির ফলে শুভঙ্করের পিতা মাতা বাড়ীতে যেতে ছেলেকে বারণ করে। পরবর্তী সময় দেখা গেলো শুভঙ্কর আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার পরবর্তী সময় বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুভঙ্করের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। শুভঙ্করের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।