আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || স্মার্ট সিটির জল নিষ্কাশনের পাম্পগুলি পরিদর্শনে গেলেন আর্বানের আধিকারিক কিরণ গিত্তে। এদিন তিনি শহরের পূর্ব থানা সংলগ্ন পাম্প এবং অরিয়েন্ট চৌমুহনি পাম্প মেশিন দুটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, চলতি বছর রিপেয়ারিং এবং কিছু ডেইন নিষ্কাশনে সময় লাগবে। আগামী বছর স্মার্ট সিটিবাসী সম্পূর্ণভাবে জলমুক্ত হতে পারবে।
আগরতলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখে এমনটাই জানালেন আধিকারিকরা। আগামী বর্ষার জল মুক্ত হয়ে যাবে শহরবাসী আর জল জমে থাকবে না এমনটাই আশ্বাস দেন আধিকারিক কিরণ গীত্তে।