পবিত্র ঈদে মসজিদে মসজিদে বিশেষ নামজ আদায় পর্ব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || আজ খুশির ঈদ। তার পাশাপাশি হিন্দু ধর্ম দের অক্ষয় তৃতীয়া দুটি একসাথে একই দিনে পালিত হচ্ছে। এই দিনটাকে ধর্ম-বর্ণ ভুলে গিয়ে সবার ত্রিবন্ধন আবদ্ধ হয়েছে। আজকের দিনে শপথ হোক কোন ধরনের সম্পত্তি ভেদাভেদ ভুলে গিয়ে মেতে উঠি। একই দিনে ঈদ ও অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রতিজ্ঞা হোক সফল হোক আর জাতপাত ধর্ম নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়া লিপ্ত হবোনা জিনিস তিনিই আল্লাহ তিনি ভগবান গীতা কোরআন শরীফ বাইবেল মূলকথা এককথায় আমাদের কামনা একটাই পৃথিবী যেন করোনা জয় করতে পারে আজ এই রমজান মাসে শেষের দিনে নামাজ আদায় করে একে অপরের সাথে আলিঙ্গন করে একে অপরের ভালোবাসা আরো যাতে মুগ্ধ হয়ে উঠুক এবং এই দিনটিতে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*