সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ মে || কল্যানপুর থানাধীন ঘিলাতলী গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত বাঘবেড় এর প্রান্তিক কালিঞ্জয় সিপাহী পাড়াতে শুক্রবার সন্ধ্যা রাতে দূর্ভাগ্যজনক ভাবে হাতির আক্রমনে নিহত হন সংষ্লিষ্ট এলাকার নিরঞ্জন মাঝি দাস নামে ৬০ বছরের এক প্রৌঢ়। এছাড়া আহত হয়ে প্রদীপ দেবনাথ নামে ৪২ বছরের এক কৃষক বর্তমানে কল্যানপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ। শনিবার বিধায়ক পিনাকি দাস চৌধুরি, স্থানীয় বিজেপি দলের মন্ডল সভাপতি জীবন দেবনাথ নিহত নিরঞ্জন দাসের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, সরকার প্রশাসনিক নিয়ম অনুযায়ি নিহত ব্যক্তির পরিবারকে সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য গতকাল সন্ধ্যা রাতে স্থানীয় উত্তর মহারানীপুর বাজার থেকে সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে হাতির আক্রমনে নির্মমভাবে নিহত হন নিরঞ্জন মাজি দাস এবং আহত হন প্রদীপ দেবনাথ।