আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || করোনার বর্তমান ভয়াভহ পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের কথা মাথায় রেখে বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কল্যাণী দে ফাউন্ডেশনের’ উদ্যোগে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ‘কল্যাণী দে ফাউন্ডেশনের তরফে’ উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। তাছাড়া ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জন রায়, সম্পাদক রমাকান্ত দে, সহ-সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও কোষাদক্ষ কর্নেন্দু রায় প্রমুখ।