আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে নিজের রেকর্ড নিজেই ভঙ্গ করছে রাজ্য। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন পজিটিভিটি রেইট হল ৮.৬৩ শতাংশ। এদিন সর্বমোট ১০,১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৮৭৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
বুধবার রাজ্যে আক্রান্ত ৮৭৯ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৩৯৩ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে। তাছাড়া সিপাহীজলায় ১০৪, গোমতী জেলায় ৪০, উত্তর ত্রিপুরায় ১০৫, খোয়াই ২৬, ঊনকোটি ৭৬, ধলাই ৩০ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ১০৫ জন।
এছাড়া এদিন ৩১৬ জন সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছে।