নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী ।। শনিবার রাজ্যের একটি ৩ তারা ক্যাটাগরির হোটেলের ছিল ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। রাজধানীর সুপরিচিত ৩ তারা ক্যাটাগরির ‘হোটেল রাজধানী’-র ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান মূল আকর্ষণ ছিল টলিউডের তথা কলকাতার সুনামধর্মী গায়ক অনুপম রায় এর কন্ঠের গান সঙ্গে তাঁর ব্যান্ড। শনিবার সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান হয়। অনুপম রায় এবং তাঁর ব্যান্ড-র সুরে সুরে সুর মিলিয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অগনিত শ্রোতা।