আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || ফের অবৈধ ভাবে মজুত রাখা ভোজ্য তেলের গোডাউনে হানা দিল সদর মহকুমা প্রশাসন। শনিবার সন্ধ্যায় আড়ালিয়া শান্তিপাড়া বাজারে অবৈধ ভাবে মজুত রাখা ভোজ্য তেলের গোডাউনে অভিযান চালায় সদর মহকুমা শাসক ও পূর্ব থানার পুলিশ বাহিনী। জানা যায়, গোডাউনের বোর্ডে লেখা ‘সাহা হার্ডওয়ার এন্ড কেরিং সেন্টার’। কিন্তু রাতের অন্ধকারে ভেতরে মজুত করছে ভোজ্য তেল।
ঘটমার গোপন খবর পেয়ে ছুটে আসে সদর মহকুমা শাসক অসীম পাল। জানা যায়, পুলিশ দেখতে পেয়ে গাড়ির চালকরা পালিয়ে যায়।