আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || উদ্বোধন হল সাব্রুম মহকুমার নবনির্মিত আদালত ভবনের। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাব্রুমের নবনির্মিত আদালত ভবনের শুভ উদ্ভোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অখিল আবদুল হামিদ কুরেশি, অন্যান্য বিচারপতিগণ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সাবরুম এর বিধায়ক শংকর রায় সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার। রাজ্যের আর্থিক স্থিতির মধ্যে দাঁড়িয়েই তা বাস্তবায়িত হবে। কোভিড সেই উদ্যোগে অন্তরায় সৃষ্টি করতে পারবে না বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে রাজ্য সরকার বদ্ধপরিকর। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সেই কাজ নিরন্তর করে চলেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।