পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসির আদেশ

pakআন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানে জঙ্গিবাদের দায়ে দুই ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত।
মোয়াভিয়া এবং আব্দুল্লাহ নামের ওই দু’ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবান এর সদস্য। তাদের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ মে লাহোরে সংখ্যালঘু আহমদিয়া অধ্যুষিত দু’টি এলাকায় মসজিদে বোমা হামলা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেয়া হয়েছে।
ওই হামলায় ৯৪ জন নিহত হয় এবং আহত হয় একশোরও বেশি মানুষ।
লাহোরের কোট লাখপাত জেলে কড়া নিরাপত্তার মধ্যে এই দুই জঙ্গির বিচার হয়। গত বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই-তালিবান, যাতে ১৩২ শিশুসহ দেড়শোরও বেশি মানুষ নিহত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*