খুমূলুঙে অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন, টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে ত্রিপুরা – মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || খুমূলুঙ খেরেঙবার সি.এইচ.সি-তে ১৫০ এল.পি.এম অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, খুমূলুঙ খেরেঙবার হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৮ কোটি টাকা রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল, সরকার তা বিবেচনা করে অতিরিক্ত দু’কোটি টাকা যুক্ত করে ৩০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, রাজ্য সরকারের কাছে এডিসি’র তরফে দাবি জানানো হয়েছিল এই হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীতকরণের জন্য। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
জনজাতিদের স্বাস্থ্য সুরক্ষা রাজ্য সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়। তেমনই শহর-গ্রামের সম উন্নয়নও রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই সরকার কাজ করে চলেছে বলে এদিন মুখ্যমন্ত্রী বলেন।
পাশাপাশি এদিন এডিসি’র নব নির্বাচিত প্রশাসনের সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর রাজ্যের আট জেলায় আটটি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের অনুমতি দিয়েছেন। আরও ১৮টি প্ল্যান্টের জন্য অনুমতি চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। কারণ কোভিডে চিকিৎসায় অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোভিড মোকাবিলায় রাজ্য সরকার কাজ করে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের ১৬ লক্ষ ২৭ হাজার মানুষের টিকাকরণ হয়েছে। ত্রিপুরা এই মুহূর্তে টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে বলেও জানান তিনি।
এডিসি’র নির্বাচিত প্রতিনিধিরা ছাড়াও এডিসি ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় হয় মুখ্যমন্ত্রীর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*