সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ মে || পানীয় জলের দাবীতে রাস্তায় জলের খালি কলস নিয়ে প্রতিবাদে সামিল একদল প্রমিলা বাহিনী। তাদের অভিযোগ, দিনের পর দিন অনিয়মিত পানীয় জলের পরিষেবায় উষ্টাগত প্রাণ। বার বার স্থানীয় নেতৃত্ব সহ ভিলেজ কার্যালয় কিংবা সংষ্লিষ্ট দপ্তরে জানালেও এর কোন সুরাহা হচ্ছিল না। এবার উপায়ন্তর না দেখে তীব্র দাবদাহকে উপেক্ষা করেই রাজনৈতিক দলাদলির উর্ধে উঠে সাধারন প্রমিলা বাহিনী শুক্রবার রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হলেন। ঘটনা কল্যানপুর থানাধীন উত্তর মহারানীপুরের চৌমুহনী সংলগ্ন এলাকার তেলিয়ামুড়া মহারানীপুর ভায়া মুংগিয়াকামী সড়কে। এই ঘটনার সংবাদ পেয়ে কল্যানপুর থেকে পুলিশ ছুটে আসলেও আন্দোলনকারীরা আন্দোলনে অনড়। প্রশাসনের উদাসীনতায় জলের দাবীতেও যে রাস্তায় বসতে হয় এটা বোধহয় গভীরভাবে ভাবার বিষয়।