স্পোর্টস ডেস্ক ।। টেস্টের পর এক দিনের ক্রিকেটেও ঘুরে দাড়াতে পারলোনা ভারত। বরং বিদ্ধস্তার ক্ষত আরো বেড়ে চলছে তাদের। ত্রিদেশীয় সিরিজে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে গেল ভারত।
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অধিনায়কের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। প্রথম ওভারেই স্ট্রাকের বলে শিকার হন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ধাওয়ান। এরপর ক্রিজে আসেন রাহানি। তিনিও ক্রিজে তিতু হতে পারেননি।
৭ ওভার ২ বলে সান্ডুর বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলী। নিজে ৯ রান করে দলীয় স্কোর ৫৯ হতেই ফল্কনারের শিকার হন এ ব্যাটসম্যান। যেন চলছিল ব্যাটসম্যানদের ক্রিজে আসা আর সাজঘরে ফেরার খেলা।
তবে, এরপর এ খেলা দীর্ঘ করেন এক প্রান্ত হাতে আগলে রাখা ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা ও সোরেশ রায়না। এ দুই ব্যাটসম্যানের করা ১২৬ রানের জুটিতে ছেদ পরে ৫১ রান করে রায়না আউট হলে।
রায়নার উইকেটটি নেন স্ট্রাক। ক্রিজে ঠিকে থাকা অপর ব্যাটসম্যান রোহিত শর্মা সেঞ্চুরি হাকান। ২২৮ বল খেলে ১৩৮ রান করা রোহিতের উইকেটটিও নেন স্ট্রাক।
৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৬৭ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। স্বাগতিক অস্ট্রেলিয়ার পক্ষে স্ট্রাক ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৬ উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলছিল অসিরা। ভারতীয় বোলার জাদেব যখন প্রথম আঘাত হানেন অসি স্কোরবোর্ড তখন ৯ ওভার ১ বলে ৫১ রান।
এরপর দীর্ঘ বিরতিতে অসি শিবিরে আঘাত হানায় ম্যাচের প্রদীপ যখন নিভু নিভু হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে ২১৫ ও ২১৯ রানের মাথায় পরপর দুই উইকেট পরে গেলে ভারতের আশা কিছুটা জ্বলে উঠেছিল। দলীয় স্কোর ২৩০ হতেই ক্রিজে থাকা জর্জ বেইলিকে ফিরান অশ্বিন।
ম্যাচ তখন ওভয় দলের পক্ষে গড়াতে পারে এমন অবস্থা। ৪৬.৩ ওভারে ২৪৬ রানের মাথায় ভুবনেশ্বর কুমার ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিলে ভারত শিবিরে উজ্জল্যতা ফিরে আসে। তবে, সে উজ্জল্যতা বেশীক্ষণ ঠিকেনি।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪ উইকেট হাতে রেখে ৪৯ ওভারে ২৬৯ রান তুললেই ম্যাচ জিতে যায়। অসি ওপেনার ফিঞ্চ ১৫৯ বলে ৯৬ রান করেন। স্মিথ ও ওয়াটসন করেন যথাক্রমে ৪৭ ও ৪১ রান।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অসি বোলার স্টার্ক। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে দুই ম্যাচ খেলে অস্টেলিয়ার পয়েন্ট ৪; অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেল।