যুব মোর্চার উদ্দ্যোগে প্রত্যন্ত অঞ্চলের লোকজনদের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ মে || ৩৮-জোলাইবাড়ী যুব মোর্চার উদ্দ্যোগে প্রত্যন্ত অঞ্চলের লোকজনদের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরণ করা হয়। সোমবার জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজে লোজনদের সচেতন করতে মাঠে নামলো যুব মোর্চার সদস্যরা। করোনা ভাইরাসের মহামারির মধ্যে এডিসি এলাকার অধিকাংশ লোকজন অসচেতন অবস্থায় চলাফেরা করে। তাই এইসকল এলাকার লোকজনদের সচেতন করতে যুব মোর্চার উদ্দ্যোগে কোয়াইফাং বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরন করা হয়। কোয়াইফাং এডিসি ভিলেজে গিয়ে দেখা যায়, বাজারে আগত অধিকাংশ লোকজন পুরোনা মাক্স ব্যাবহার করে চলছে। লোকজনেরা একটি সার্জিকেল মাক্সকে দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করে আসছে। তাই এই সকল লোকজনদের সচেতন করতে নতুন মাক্স বিতরণ করলেন যুব মোর্চার সদস্যরা। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট গমন ত্রিপুরা, যুব মোর্চার জেনারেল সেক্রেটারী রাজীব বিশ্বাস, যুব মোর্চার মন্ডল সদস্য হচেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*