বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুন || পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মনপাথর ফাঁড়ী থানা ঘেরাও করলো দাস পাড়া এলাকার লোকজনেরা। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার দিনের বেলায় মনপাথর দাস পাড়া এলাকায় এক নাবালিকা মেয়ের সাথে রাজাপুর এলাকার এক ছেলেকে আটক করলো এলাকাবসী। পরবর্তী সময় ঘটনার খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাবালিকা ও ছেলেটিকে ঘটানস্থল থেকে উদ্ধার করে মনপাথর ফাঁড়ী থানায় নিয়ে আসে। সারা দিন অতিক্রান্ত হবার পর সন্ধ্যা বেলায় থানার কর্মীরা মেয়েটিকে মেয়ের পরিবারের লোকজনের হাতে তুলে দিয়ে আসে। এই বিষয়ে মেয়ের মা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মেয়েটিকে তিনি রাখবেন না। মেয়ের মা জানান উনার স্বামী নেই। এলাকাবাসী উনার সবকিছু। এলাকাবাসী সিদ্ধান্ত করেছেন মেয়েটিকে রাখা যাবে না। এই নিয়ে শুরু হয়েছে পুলিশের সঙ্গে দন্দ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত্রি আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ এলাকাবাসী মনপাথর থানা ঘেরাও করে। এলাকাবাসীর অভিযোগ পুলিশ উনাদের গ্রামে গিয়ে উনাদের উপর আক্রমন করে নাবালিকারে জোর করে বাড়ীতে রেখে এসেছেন। পরবর্তী সময় মেয়েটিকে খোঁজে পাচ্ছেন না বলে জানান এলাকাবাসী। থানা ঘেরাও করার ফলে কিছু সময়ের জন্য মনপাথর এলাকাজুরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার ওসি সহ বিশাল পুলিশ বাহীনি। পরবর্তী সময়ে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই নিয়ে ঘটনার বিবরণ সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী।