আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || কোভিড পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার ১৩১তম তিরোধান দিবস উদযাপন করা হয়। বুধবার রাতের অধিবাসের পর বৃহস্পতিবার সকালে হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। তবে এই বছর কোন ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি।মন্দিরের প্রবেশ দ্বার ভক্তদের জন্য ছিল সম্পূর্ণ বন্ধ। বাইরে থেকে ভক্তরা মন্দির দর্শন করে গেছেন। নিয়ম রক্ষার্থে লোকনাথ বাবার ১৩১তম তিরোধান দিবস পালন করা হয়। দেওয়া হয়নি কোন প্রসাদ। কেবল মাত্র লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে রাজধানীর চন্দ্রপুর, মোটরস্ট্যান্ড, বটতলা, আই জি এম চৌমূহনী ও রাধানগরে পথচারীদের মধ্যে প্যাকেট খাবার প্রদান করা হয়। সোস্যাল ডিসটেন্স বজায় রেখে এই খাদ্যের প্যাকেট প্রদান করা হয় বলে জানান মন্দির কমিটির সম্পাদক।