আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || রাজ্যে বাড়ানো হল করোনা কারফিউর মেয়াদ। রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের গ্রাফ বৃদ্ধি পাওয়ায় করোনা কারফিউর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই করোনা কারফিউর মেয়াদ বাড়ানো হল আরও পাঁচদিন। শুক্রবার বিকেলে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ।
তিনি জানান, আগামী ১০ই জুন পর্যন্ত রাজ্যে বলবৎ থাকবে এই কারফিউ। তিনি জানান, আগামী ১০ই জুন বিকেল ৬টা পর্যন্ত আগরতলা পুর নিগম এলাকা সহ গোটা রাজ্যের শহর এলাকায় বলবৎ থাকবে করোনা কারফিউ। পাশাপাশি গোটা রাজ্যের সন্ধ্যা ৬টা থেকে আগামী ১১ই জুন ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ থাকবে। সেই সঙ্গে অত্যাবশকীয় কারণ ছাড়া বন্ধ থাকবে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল।
এদিন তিনি জানান, এই করোনা কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ অত্যাবশকীয় পরিষেবার দোকান খোলা থাকবে।