সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ জুন || তেলিয়ামুড়ার বিভিন্ন এডিসি ভিলিজে বিজেপি-আইপিএফটি জোটের কর্মকর্তাদের দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে তিপ্রা মথা কর্মকর্তারা। এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা বারোটা নাগাদ তিপ্রা মথার কর্মকর্তারা মুঙ্গিয়াকামী থানা ঘেরাও করে। তাদের দাবি অকারণে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তিপ্রা মথার কর্মকর্তাদের।
দুদিন আগেও মুঙ্গিয়াকামী ব্লকে এক অনভিপ্রেত ঘটনার কারণে তিপ্রা মাথার কয়েকজন কর্মী সমর্থকদের নামে নাকি থানায় মিথ্যা মামলা করে বিজেপি-আইপিএফটি দলের পক্ষে। এর পরিপ্রেক্ষিতে তিপ্রা মাথার কয়েকজন কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়l
আর এর পরিপ্রেক্ষিতেই তিপ্রা মথার কর্মকর্তারা বিজেপি-আইপিএফটি দলের দোষীদের শাস্তির দাবিতে মুঙ্গিয়াকামি থানা ঘেরাও করে। পরে মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুব জয় রিয়াং এর সঙ্গে এই দাবি সনদ নিয়ে তিপ্রা মথার নেতৃত্বরা দেখা করেন এবং তাদের দাবি সনদ তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় ওসি’র আশ্বাসে থানা ঘেরাও প্রত্যাহার করে তিপ্রা মথার কর্মকর্তারা।