নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী ।। রক্তদানে ত্রিপুরা অন্যতম স্থান দখল করেছে। রবিবার আগরতলা জয়নগরস্থিত স্বামী বিবেকানন্দ যুব মহামন্ডল নামে একটি সংস্থার উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে প্রায় ৩৫ জন সেচ্ছায় রক্তদান করেছেন। সৌম্যদীপ সরকার নামে একজন রক্তদাতা “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-কে জানান, জীবনের প্রথম উনি আজ রক্তদান করে খুবই আনন্দিত এবং উৎসাহিত। তিনি জানান, ভবিষ্যতেও তিনি সেচ্ছায় রক্তদান করে যাবেন।