এডিসি’র প্রত্যন্ত এলাকার ৫০টি পরিবারের পাশে দাঁড়ালো পিপলস রিলিফ কমিটি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || বর্তমান করোনা মহামারীতে সারা রাজ্যে কারফিউ চলছে। এই অবস্থায় সবচেয়ে দূরবস্থায় রয়েছে এডিসি এলাকার জনগন। এই পরিস্থিতিতে সারা রাজ্যেই ক্ষমতা অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে AIYF এবং পিপলস রিলিফ কমিটি। শনিবার শান্তিরবাজার মহকুমায় বকাফা ব্লকে অন্তর্গত প্রত্যন্ত রান্তাফা পাড়া এডিসি ভিলেজে AIYF এবং পিপলস রিলিফ কমিটির উদ্যোগে প্রায় ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিআই নেতা তথা AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং, AIYF নেতা ক্ষুদিরাম রিয়াং, অমেন্দ্র রিয়াং, আব্রাহাম রিয়াং, রঞ্জন রিয়াং, কিষান সরকার প্রমুখ। এদিন সিপিআই তথা AIYF নেতৃত্বকে কাছে পেয়ে গ্রামের মানুষ তাদের দূৃরবস্থার চিত্র তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*