“পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই” – এই আহ্বানে নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষ রোপন কর্মসূচী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জুন || “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই” – এই আহ্বান রেখে তেলিয়ামুড়া নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মহকুমা বন বিভাগ এর সহযোগিতায় সম্পূর্ণ করোনা বিধি মেনে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। তেলিয়ামুড়া শ্রীশ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রমে এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক নিরাজ কুমার চঞ্চল, মহকুমা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, সংস্থার সম্পাদক চিরঞ্জিব দেব সহ তেলিয়ামুড়া বরিষ্ট সাংবাদিকগণ। প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও সকলে মিলে আশ্রম চত্বরে নানা প্রজাতির বৃক্ষ রোপন করেন। সংস্থার পক্ষ থেকে আশ্রম কতৃপক্ষের হাতে মাস্ক, সাবান, শিশুদের জন্য বিস্কুট, চকলেট তুলে দেওয়া হয়।বক্তব্য রাখতে গিয়ে জেলা বন আধিকারিক সকলকে গাছ লাগাতে আহ্বান করেন। বলা বাহুল্য এই সামাজিক সংস্থা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করছে এবং এই করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গিয়ে করোনা সচেতনতা মূলক প্রচার, জনগণের মধ্যে মাস্ক, সাবান, শিশুদের বিস্কুট চকলেট বিতরণ করছেন।
এছাড়া এইদিন ৭১নং সি আর পি এফ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া স্মৃতি বনে এক বিশাল বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয়।অনুষ্ঠানে বন দপ্তরের আধিকারিকরা সহ ৭১নং সি আর পি এফ এর কমান্ডেন্ট অরুণ কুমার ভারতী, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট চাকমা ঘাট অরুণ মিশ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*