দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ জানুয়ারী ।। বর্তমান সময়ে বহু আলোচিত বিষয় নিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার স্থানীয় প্রাত্যহিক সংবাদপত্র দৈনিক সংবাদের ব্যবস্থাপনায় বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ মূখ্য বিষয়ের বিষয়বস্তু হিসেবে পুলিশ, জনগন ও সংবাদ জগতের সম্পর্ক নিয়ে ব্যতিক্রমি আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল, এ,কে, গাঙ্গুলী, অবসরপ্রাপ্ত IPS টি,এন, মিশ্র, ত্রিপুরা পুলিশি দায়বদ্ধতা কমিশনের চ্যায়ারমমেন অলক বরণ পাল, এই সময় সংবাদপত্রের সম্পাদক সুমন চট্টপাধ্যায়, টাইমস অব ইন্ডিয়ার Ast. সম্পাদক শৈবাল সেন সহ সংবাদ মাধ্যম, পুলিশ প্রশাসন এবং জনগন। মূলত এই সেমিনারে দায়িত্বশীল ভূমিকার প্রশ্নে পুলিশ, সংবাদপত্র, মানুষের দায়বদ্ধতায় যে অবস্থানে রয়েছে তা আদো সময়ের সঙ্গে বাস্তবোচিত কিনা সেই বিষয়ে বক্তারা বিভিন্ন দৃষ্টিকোন থেকে আলোচনা করেছে।