বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ জুন || পৌর পরিষদের খামখেয়ালীপনায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় পরছে শান্তিরবাজার। জানা যায়, শান্তিরবাজার শহরে সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যাবস্থা নেই। যার ফলে দুদিনের প্রবল বর্ষায় শান্তিরবাজার বগাফা রোডে ও মাছ বাজার জলমগ্ন হয়ে পরে। এতে করে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয় বাজারে আগত লোকজনদের। বগাফা রোডে জলমগ্ন হয়ে কয়েকটি দোকানঘরেও জল প্রবেশ করে। কারফিউর ফলে ঐ সকল দোকানপাঠ বন্ধ থাকার কারনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। পৌর পরিষদের কর্তাবাবুরা শান্তিরবাজারের এমন পরিস্থিতি দেখেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে জনগণের অভিযোগ। শহরের জল নিষ্কাষনের ব্যবস্থা না থাকার কারনে সামান্য বর্ষায় জলমগ্ন হয়ে পরছে শান্তিরবাজার শহরের অধিকাংশ জায়গা। বাজারের সকলে চাইছে এই বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহন করুক। এখন দেখার বিষয় শান্তিরবাজার শহরের উন্নয়নে ও লোকজনের সুবিধার্থে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।