বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করলো বিএসএফ’র ৩১নং ব্যাটেলিয়ান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ জুন || ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে বগাফা ৩১নং ব্যাটেলিয়ান বি এস এফ জোওয়ানদের উদ্দ্যোগে হেড কোয়ার্টার, নারাইফাং দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও শান্তিরবাজার জেলা হাসপাতালে বিভিন্ন প্রকারের ৮০০টি বৃক্ষ রোপন করা হয়। এই বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর হেডকোয়াটার থেকে বি এস এফ’র ডি আই জি ভগবন্ত সিং, ৩১নং ব্যাটেলিয়ান বি এস এফ এর কমান্ডেন্ট রাজীব কুমার, বগাফা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মগ, শান্তিরবাজার জেলা হাসাপাতালের এম এস জে এস রিয়াং সহ বি এস এফ’র জোওয়ানরা। এই বৃক্ষরোপন কর্মসূচীতে বি এস এফ’র আধীকারিক, বি এস এফ’র জোওয়ানরা, বি এস এফ’র পরিবারের সদস্য, এলাকার জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা বৃক্ষরোপন করে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*