আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || ফের রাজ্যে বাড়ানো হল করোনা কারফিউর মেয়াদ। আরও ৭ দিন বাড়ানো হয়েছে এই করোনা কারফিউর। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকা সহ রাজ্যের ৬টি শহরে থাকবে করোনা কারফিউ। তবে এদিন ছাড় দেওয়া হয়েছে অনেক কিছুতে। তিনি জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট।
শিক্ষামন্ত্রী জানান, যে ৬টি এলাকায় করোনা কারফিউ জারি থাকবে সেগুলি হল আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, রানীরবাজার নগর পঞ্চায়েত, বিলোনীয়া পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত। বাকি এলাকায় কোন ধরণের বিধিনিষেধ থাকবে না চলাচলের ক্ষেত্রে এই ৬টি এলাকায় প্রবেশ বাদ দিয়ে বাকি সব খোলা থাকবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।