তারায়-তারায় ডেস্ক ।। শুটিং সেটে নয়। বাড়ির কাজ করতে গিয়ে আঙুল কেটে ফেললেন বিগ-বি। বরাবরই সৌখিন মেজাজের এই অভিনেতা নিজের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন।
বাড়ির একটি কাচের শো-পিসে ধুলো জমায় তা পরিষ্কার করতে দিয়ে নিজের আঙুল কেটে ফেলেন তিনি। এ খবর তিনি নিজেই জানিয়েছেন।
সোমবার টুইট করে তিনি জানিয়েছেন, ‘আজ কাচের টুকরোতে লেগে আমার হাত কেটে গেছে। অনেক রক্ত বেরিয়েছে’। তিনি আরও লিখেছেন, ‘যে আঙুল দিয়ে ঘুড়ির সুতো ধরে উড়িয়েছে। সেই আঙুলটি কেটে গেছে’।
বর্তমানে অমিতাভ তার আপকামিং ছবি ‘শমিতাভ’-এর প্রচারে ব্যস্ত আছেন। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন কলম কন্যা অক্ষরা ও ধনুষ। এই সিনেমার একটি গানও গেয়েছেন তিনি।
পিডলি নামের সে গানটি মুক্তির আগেই অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। আর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে শমিতাভ সিনেমাটির।