বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুন || এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচী পালন করছে তিপ্রা মথা দলের সদস্যরা। এরইমধ্যে শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলসী এডিসি ভিলেজে তিপ্রা মথার দলীয় কার্যালয় উদ্ভোধন করা হয়। তার পাশাপাশি অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় ৩৫ পরিবারের লোকজনেরা বিভিন্ন দল ত্যাগ করে তিপ্রা মথা দল যোগদান করেন। এর মধ্যে ৪ জন রয়েছে বিজেপি’র মনিটারিং কমিটির সদস্য। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে তিপ্রা মথা দলে বরণ করেনেন ২০২১ সালের ২৬নং কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী হরেন্দ্র রিয়াং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের শান্তিরবাজার ডিভিশনের অভজারভার পরিমল রিয়াং, জি এস জুয়েল সিং রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। এই যোগদান সভা শেষে তিপ্রা মথা দলের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে হরেন্দ্র রিয়াং জানান, যে সকল লোকজন তিপ্র মথা দলে যোগদান করছে উানারা চাকুরির আশায় বা কোনো কাজের আশায় যোগদান করছেন না। সকলে চাইছে এডিসি এলাকার উন্নয়ন। তিনি জানান, এডিসি এলাকায় তিপ্রা মথা দলের সরকার গঠন করলেও বর্তমানে ভিলেজ কমিটির সব কিছু দেখাশুনা করছে বিজেপির লোকজনেরা। হরেন্দ্র রিয়াং এও জানান, এডিসিতে উনাদের ক্ষমতা থাকা সত্বেও উনারা কোনো প্রকারের কর্মী নিয়োগ করতে পারেন না। সবকিছু মিলিয়ে রাজ্য সরকারের ভিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি আগামীদিনে এডিসি এলাকা উন্নয়নে তিপ্রা মথা দলের বিভিন্ন কর্মসূচী নিয়ে সংবাদমাধ্যমের সামনে এদিন তুলে ধরা হয়।