আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন || রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হয়েছে ৭ জনের। এদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। সুস্থ হয়ে উঠেন ৬১০ জন। এদিন পজিটিভিটি রেইট হল ৫.৫৫ শতাংশ। এদিন সর্বমোট ১০,১৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৫৬৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
রবিবার রাজ্যে আক্রান্ত ৫৬৫ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১৬৮ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৩৯, গোমতী জেলায় ৩৯, উত্তর ত্রিপুরায় ৬৯, খোয়াই ৫৩, ঊনকোটি ৭১, ধলাই ৪৯ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৭৭ জন।