নতুন ৩ নক্ষত্রের সন্ধান

nasaতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। নাসার টেলিস্কোপ মহাকাশ যান কেপলার অতিসম্প্রতি তিনটি নক্ষত্রের সন্ধান পেয়েছ। পৃথিবীর থেকে ১৫০ আলোকবর্ষ দূরে এ নক্ষত্রগুলি অবস্থান করছে।

নাসার তরফে জানান হয়েছে, তিনটি নক্ষত্রই আকারে পৃথিবীর থেকে বড়। নাসার কেপলার মহাকাশ যানটি মূলত এ নক্ষত্র খোঁজার কাজ করে থাকে। নাসার জ্যোতিবিজ্ঞানী ইয়ান ক্রসফিল্ড বলেছেন, নতুন এ নক্ষত্রগুলিতে হাইড্রোজেন বেশি থাকায় প্রাণের সম্ভাবনা এখানে নেই বললেই চলে।

তিনি আরো জানান, সাধারণত এ ধরনের নক্ষত্রগুলির তাপমাত্রা অনেক বেশি থাকে। কিন্তু সেই তুলনায় এ তিনটি নক্ষত্রের তাপমাত্রা অনেকটা কম। চলতি মাসের ৬ তারিখ এ গ্রহগুলিকে খুজে পাওয়া গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*