৪৫ জন কৃষকদের মধ্যে কৃষিজ মেশিন প্রদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || মঙ্গলবার শান্তিরবাজার কৃষি তত্বাবধায়কের অফিসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১০০ পার্সেন্ট সাবসিডির মাধ্যমে ৪৫ জন বেনিফিসারীকে ধান মারাই মেশিন বিতরণ করা হয়। তার পাাপাশি বগাফা ব্লকের ৪০ জন বেনিফিসারীকে সরকারি সাবসিডির মাধ্যমে পাম্প সেট বিলি করা হয়েছে। ২৫০ জন বেনিফিসারীকে সাবসিডির মাধ্যমে পেডউটার বিতিরণ করা হয়। এছাড়া ৫০ শতাংশ সাবসিডির মাধ্যমে স্প্রে মেশিন বিতরণ করা হয়। করোনা মহামারির ফলে বড় আকারে অনুষ্ঠান না করে সাধারন ছোট অনুষ্ঠানের মাধ্যমে বেনিফিসারীদের কৃষিজ মেশিন প্রদাণ করা হয়। কৃষকদের আয় দ্বিগুুন করার জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে রাজ্য সরকারে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে বগাফা কৃষি কাজ করে যাচ্ছে। এই কৃষিজ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার সহ অন্যান্য অতিথীবৃন্দরা। এই সমগ্র অনুষ্ঠানের বিবরণ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। কৃষি দপ্তর থেকে কৃষিজ মেশিন পেয়ে শান্তির বাজারের কৃষকরা খুবই আনন্দিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*