আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || দেশের বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপর আক্রমণ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শুক্রবার সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হয় ন্যাশনাল প্রটেস্ট ডে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে এদিন সব ডাক্তাররা একত্রিত হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি দামোদর চ্যাটার্জী সহ জন্য ডাক্তাররা।