আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || রেলে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা প্রতাপগড় রেন্টাস কালি বাড়ির পেছনে রেল রাস্তায়। পুলিশ জানায়, মহিলার বয়স আনমানিক ৪৫ বছর। মৃত মহিলার পরিচয় যানা যাইনি এখনো। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।