জাতীয় ডেস্ক ।। ভারতের প্রধানমন্ত্রীর বিষয় বলে কথা। প্রধানমন্ত্রী হলেও মোদির স্বভাব, অভ্যাস ও রুচিবোধ একজন সাধারণ মানুষের মতই। সেদিক থেকে বেশ আগেই প্রশংসা পেয়েছেন তিনি।
বলিউড অভিনেতা তথা পাটনার বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার ছেলে কুশের বিয়েতে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে রোববার দুপুর পৌনে দুইটার দিকে একটি বিশেষ বিমানে এসে বান্দ্রার একটি হোটেল-এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেন মোদি।
প্রধানমন্ত্রী কথা রাখায় স্বভাবতই খুশি শত্রুঘ্নের পরিবার। আর ভাইয়ের বিয়ের আসরে হাজির ছিলেন শত্রুঘ্ন কন্যা বলিউড অভিনেত্রী সোনাক্ষীও। প্রধানমন্ত্রী ভাইয়ের বিয়েতে আসায় আপ্লুত তিনি। এ জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড ডিভা।
মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসও উপস্থিত ছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। ভারতের সদাহাসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে এসে পৌঁছলে তারাই তাকে বিয়ের আসরে স্বাগত জানান। তবে কুশের বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন সদ্য আহত হওয়া অভিনেতা অমিতাভ বচ্চনও।
পারিবারিকভাবে ৩১ বছরের কুশের সঙ্গে বিয়ে হয়েছে প্রবাসী তরুণা অগ্রবালের। বাবার ফিল্ম সংক্রান্ত ব্যবসার দেখাশোনা করেন কুশ। প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়ে নবদম্পতি খুব খুশি।