আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || “সেবাহি সংগঠন” শ্লোগানকে সামনে রেখে রবিবার 8নং টাউন বড়দোয়ালী মণ্ডলের ৩৩নং ওয়ার্ডের বাশ বাজার সংলগ্ন পার্কে সদর জেলা (শহর) ওবিসি মোর্চার উদ্যোগে শিশু ও দরিদ্রদের মধ্যে দুধ, শাকসব্জি, সেনিটাইজার ও বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সাধারণ সম্পাদক অসিম ভট্টাচার্য্য, সদর জেলা ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল, সাধারণ সম্পাদক সুমন কল্যাণ পাল, সম্পাদক তূষার কান্তুি শীল, সম্পাদিকা আইনজীবী শিভামা রায় সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওবিসি মোর্চার টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি পলাশ দেবনাথ।