আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || ২১শে জুন বিশ্ব যোগা দিবস। এদিন রাজ্যের নানা আয়োজনে পালিত হয় যোগা দিবস। সদর শহর জেলা ওবিসি মোর্চার উদ্যোগে সাধুটিলা বিদ্যালয় মাঠে ওবিসি মোর্চার কার্যকর্তাদের নিয়ে যোগা দিবস পালন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর জেলা ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল, সম্পাদিকা আইনজীবী শিভামা রয় সহ অন্যান্য নেত্রীবৃন্দরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওবিসি মোর্চার সদর জেলার সভাপতি সুকান্ত ঘোষ।