আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || ২১শে জুন বিশ্ব যোগা দিবস। এদিন রাজ্যে সরকারি ও বেসরকারি মতে নানা আয়োজনে পালিত হয় যোগা দিবস।
এদিন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কল্যাণপুর স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে সপ্তম যোগা দিবস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২৭-কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী জীবন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী অসীম দেব রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক কানাই শীল, স্কাউট মাস্টার অভিজিৎ আচার্য সহ স্কাউট অ্যান্ড গাইডের সদস্য সদস্যা।