সংবাদ জগতের বিকাশের স্বার্থে গঠিত হলো কল্যাণপুর প্রেসক্লাব

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুন || দুই বেলার এক স্বত:স্ফূর্ত অধিবেশনের মাধ্যমে কল্যাণপুর ব্লক এলাকার সাংবাদিক এবং পত্রিকা হকারদের উপস্থিতিতে কল্যাণপুরের সংবাদ জগতের বিকাশের স্বার্থে গঠিত হলো কল্যাণপুর প্রেসক্লাব। এদিন কল্যাণপুর মার্কেটের দ্বিতল ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর এর বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুরের ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, তেলিয়ামুড়া পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া, কল্যাণপুর মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক চন্দন মজুমদার, খোয়াই প্রেসক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ প্রমুখরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রেসক্লাবের উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
স্বাগত ভাষণ রাখেন কল্যাণপুরের বিশিষ্ট সাংবাদিক সজল দেব। স্বাগত ভাষণে শ্রী দেব তেলিয়ামুড়া এবং জেলাতে প্রেসক্লাব থাকা সত্ত্বেও কল্যাণপুর এর মত ব্লক সদরে প্রেস ক্লাব গঠন করার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার পাশাপাশি উল্লেখ করেন কল্যাণপুর প্রেসক্লাব কোনভাবেই তেলিয়ামুড়া কিংবা খোয়াই থেকে বিচ্ছিন্ন নয়।
আলোচনা করেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া। শ্রী জমাতিয়া নাতিদীর্ঘ আলোচনায় উল্লেখ করেন, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসন সর্বদাই সাংবাদিক এবং সংবাদকর্মীদের সাথে যারা যুক্ত আছেন তাদের সার্বিক সহযোগিতা ব্যাপারে সচেষ্ট থাকবে। বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন, আজকের দিন কল্যাণপুরের একটা ঐতিহাসিক দিন। তিনি সমস্ত সাংবাদিকদের এবং যারা যারা এই প্রেসক্লাব গঠনের পেছনে সদর্থক ভূমিকা নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে কল্যাণপুরের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে এই কল্যাণপুর প্রেসক্লাব।
শ্রী চৌধুরী আবেদন রাখেন সংবাদমাধ্যম যাতে করে গঠনমূলক সমালোচনা এবং আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়। প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কল্যাণপুর মার্চেন্ট এসোসিয়েশন এর সম্পাদক চন্দন মজুমদার, কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, এই সভায় সভাপতিত্ব করেন কল্যাণপুরের সাংবাদিক গোপাল ভট্টাচার্য। পরবর্তী সময়ে অধিবেশনের দ্বিতীয় পর্বে সম্মিলিত মতের উপর ভিত্তি করে কল্যাণপুর প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন করা হয়। সাত জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠিত হয়। এই কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন সজল দেব, সহ সভাপতি গোপাল ভট্টাচার্য, সম্পাদকের দায়িত্ব পান রাজিব ঘোষ ,সহ-সম্পাদক কৃপেশ শীল এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পান রাখাল ভট্টাচার্য। এছাড়া দীপাঞ্জন ভট্টাচার্য এবং প্রীতম দেবকে কার্যকরী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। নবনিযুক্ত কমিটির তরফ থেকে আগামী দিনে কল্যাণপুরের সার্বিক স্বার্থে কল্যাণপুর প্রেসক্লাব কাজ করবে বলে ঘোষণা দেয়া হয়। নবগঠিত কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে কল্যাণপুরের অসুস্থ একজন পত্রিকা হকার অজয় আচার্যের হাতে চিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতাও এদিন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*