আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা তথা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৯তম বলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বুধবার ১৮-সূর্যমনিনগর মন্ডলের অন্তর্গত আগরতলা পুর নিগম এলাকার ৪৪নং ওয়ার্ডের শক্তি কেন্দ্রে এই বলিদান দিবস পালন করা হয়। এদিন ডঃ শ্যামাপ্রশাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং পুষ্পর্ঘ অর্পন করেন ৪৪নং ওয়ার্ডের সভাপতি উদয় ভাষ্কর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ১৮-সূর্যমনিনগর মন্ডলের সদস্য, মন্ডল মহিলা মোর্চার বিভিন্ন পদাদিকারিগণ সহ ওয়ার্ডের কার্যকর্তাগণ।
পাশাপাশি গত ১৫ দিন আগে ওয়ার্ডের ৩ জন বিশিষ্ট কার্যকর্তা অকাল প্রয়ান হন। তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানিয়ে ৩ মিনিট নিরবতা পালন করা হয়।