আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || দেহত্যাগ করলেন মেলাঘরের স্বয়ংসিদ্ধা পাগলী মাসি। বুধবার দুপুরের পর মেলাঘরের নিজ মন্দিরেই তিনি দেহত্যাগ করেন। ত্রিপুরা রাজ্য সহ বহিঃরাজ্যেও পাগলী মাসির প্রচুর ভক্ত রয়েছেন।
এদিন রাজ্যের স্বয়ংসিদ্ধা পাগলী মাসিকে অন্তিম শ্রদ্ধা জানাতে মেলাঘরে উপস্থিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত হয়েছিলেন সাংসদ প্রতীমা ভৌমিক, সমাজসেবী পাপিয়া দত্ত সহ প্রচুর ভক্ত। মেলাঘরের পাগলী মাসির মন্দির চত্বরে ভক্ত সমাগম ঘটে।
মুখ্যমন্ত্রী বলেন, পাগলী মাসি থেকে অনুভূতি নিয়েই লক্ষ লক্ষ মানুষ তাঁদের জীবন শৈলী নির্মাণ করেছেন। তিনি বলেন, ১৯৮৩ সালে যখন ত্রিপুরাতে ভয়াবহ বন্যা হয়েছিল তখন মেলাঘরের দক্ষিণ বাজারে মানুষ তাঁকে আবির্ভূত হতে দেখেছেন। পাগলী মাসির মহান জীবনকালে অসংখ্য উদাহরণ রয়েছে যা অনেকাংশে প্রমাণিত করে তাঁর মধ্যে ঐশ্বরিক শক্তি ছিল।
মুখ্যমন্ত্রী বলেন, ‘পাগলী মাসির তিরোধানে আমি গভীর ভাবে শোকাহত। রাজ্য, দেশ ও দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্যের মানুষের উপর তাঁর আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক এই প্রার্থনা করি।’