ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার, মানসিক অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ

গোপাল সিং, খোয়াই, ২৩ জুন || সামাজিক অবক্ষয়ে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। ঘটনা খোয়াই থানাধীন সোনাতলা গ্রাম পঞ্চায়েতের ভবতোষ পাড়ায়। গত ২০ জুন স্থানীয় একলব্য করোনা সেন্টার থেকে গোপাল শুক্লদাস (৩৩) নামে এক যুবককে তারই পরিবারের লোকজন জোরপূর্বক বাড়ীতে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ পরিবারের লোকজন গোপালকে করোনা পজিটিভ দেখে আলাদা ঘরেই থাকার ব্যবস্থা করে। কিন্তু তাকে সামাজিকভাবে বয়কট করে রাখা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন গোপালের সাথে অচ্ছুতের মতো দূর্ব্যবহার করে বলেও অভিযোগ স্থানীয়দের। এভাবে চলতে থাকায় অবশেষে দুশ্চিন্তা ও মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নেয় গোপাল শুক্লদাস নামে বছর ৩৩ এর যুবক। এমন সামাজিক অবক্ষয়ের জেরে গোপালের আত্মহননের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*