১৯ জানুয়ারী ।। গুয়াহাটি রেল স্টেশন থেকে সোমবার ১৫টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে রেলপুলিশ।
এদিন রুটিন চেকআপের সময় ঊষা এক্সপ্রেসের ৬ নম্বর কামরায় এক যাত্রীর কাছ থেকে তক্ষকগুলি উদ্ধার করা হয়। সিটের নিচে একটি লাল রঙের ব্রিফকেসের মধ্যে তক্ষকগুলি লুকনো ছিল৷ ওই যাত্রীর নাম সঞ্জয় রায়৷
সঞ্জয় কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। ত্রিপুরার কুমারঘাট থেকে এ বিরল প্রজাতির তক্ষকগুলি নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল সে৷
পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এ ১৫টি তক্ষকের দাম পাঁচ কোটি টাকা। সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ৷ তাকে জেরা করা হচ্ছে৷