আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || পেট্রোল ডিজেলের সাথে উঠে আসছে জল। এমনটাই অভিযোগ অরুন্ধতী নগর ১৩নং রোড এলাকার শ্রীমা পেট্রোলিয়ামের বিরুদ্ধে। জানা যায়, যে সব জনগণ এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে এসেছিল, সবারই পেট্রোলে নাকি জল পাওয়া গেছে। তাদের অভিযোগ, বাইক চালানোর সময় বাইক বন্ধ হয়ে যাচ্ছে।ঘটনার পর খবর দেওয়া হয় অরুন্ধতী নগর থানায় এবং এস ডি এম অফিসে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং এস ডি এম অফিস থেকে লোক এসে ঘটনাটির তদন্ত শুরু করেন।