আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || বাড়ানো হল করোনা কারফিউর মেয়াদ। রাজ্যে আগামী ২রা জুলাই পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আগরতলা পুর নিগম এলাকা সহ রাণীর বাজার পুর পরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, কৈলাশহর পুর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত এবং সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই করোনা কারফিউ।
পাশাপাশি আগামী ৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত চলবে নাইট কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এই নাইট কারফিউ।
এই কারফিউতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। পাশাপাশি পূর্বের সমস্ত বিধিনিষেধ অপরিবর্তিত রাখা হয়েছে।